পশুর নদীর প্রবল জোয়ারের তোড়ে খুলনার দাকোপের বানিশান্তা বাজারের উত্তর পাশে পাউবো’র প্রায় ২শত মিটার বেড়ীবাঁধ নদী গর্ভে বিলীন হয়েছে। এ ঘটনায় গ্রামে ঢুকে পড়ায় প্রায় দুই শতাধীক পরিবার সম্পূর্ণ ভাবে পানি বন্দি হয়ে পড়েছেন। ভেসে গেছে শতাধীক পুকুরের লক্ষ লক্ষ টাকার মৎস্য সম্পদ।
গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় পশুর নদীর পানি স্বাভাবিক অপেক্ষা ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পাওয়ায় প্রবল জোয়ারের তোড়ে উপজেলার ৩৩নং পোল্ডারের ৯নং বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা বাজারের উত্তর পাশে কুদ্দুছের বাড়ীর সামনে পাউবো’র প্রায় ২শত মিটার বেড়ীবাঁধ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মুহুর্তের মধ্যে লোকালয়ে নদীর লবণাক্ত পানি প্রবেশ করায় আমতলা ও বানিশান্তা গ্রামে প্রায় দুই শ’ পরিবার সম্পূর্ণ ভাবে পানি বন্দি হয়ে পড়েছে। এ ছাড়া বানিশান্তা বাজারের প্রায় দেড় শ’ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় তাদের মালামালসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া আমতলা ও বানিশান্তা গ্রামে পানি ঢুকে পড়ায় শতাধীক পুকুরের মৎস্য সম্পদ ভেসে গিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগীরা দাবী করেছে।
ভেঙে যাওয়া বাঁধের পাশে বসবাসকারী ফজলু রহমানসহ আরো অনেকে জানাই, বিশ্বব্যাংক ৩৩নং পোল্ডারে বাঁধ নির্মাজ কাজ করলেও তাদের কাজে ধীরগতি এবং ঝুকিপূর্ণ স্থানে কাজ না করে অপেক্ষাকৃত ভালো জায়গায় কাজ করায় ঝুকিপূর্ণ বাঁধ গুলি একের পর এক নদী গর্ভে বিলীন হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুদেব রায় বলেন, পাউবোর বেড়িবাঁধের যে স্থানটি নদী গর্ভে বিলীন হয়েছে ওই স্থানটি অনেক আগে থেকেই ঝুকিপূর্ণ হয়ে পড়েছিলো। বাঁধটি দ্রুত সংস্কার বা বিকল্প প্রটেকশন বাঁধ নির্মাণের কথা কর্তৃপক্ষকে বলা হলেও সেটি নির্মাণ না হওয়ায় আজ এ দুঃঘটনা ঘটেছে। দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন বলেন, বাঁধ ভেঙে যাওয়ার খবরে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসি এবং প্লাবিত হওয়া দু’টি গ্রামের স্থানীয় জনসাধারনকে রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে। এ ছাড়া তাৎক্ষনিক চায়নার ঠিকাদারী প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে শ্রমিক লাগিয়ে বাঁধ পূর্ননির্মানের কাজ শুরু করা হয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন বলেন, ভেঙে যাওয়া ওই ঝুকিপূর্ণ বাঁধটির পাশ দিয়ে প্রটেশন বাঁধ নির্মাণের চেষ্টাকালে এলাকাবাসীর বাধার সম্মুক্ষিন হই। জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারন আমাদেরকে ভুমিদানে সহযোগিতা করলে দ্রুতই বিকল্প বাঁধ নির্মাণ করা সম্ভব হবে বলে তিনি বলেছেন।