গাজীপুরের কাপাসিয়ার একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয়া জোড়া কন্যা শিশু ১১দিন পর ঢাকা শিশু-নবজাতক ও জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার রাতে মারাগেছে। এর আগে গঠিত ৪ সদস্যের মেডিকেল বোর্ড শিশুর পরিক্ষা নিরীক্ষা শেষে তাদের অবস্থা আশংকাজনকই বলেই জানিয়েছিলেন। গত ৭ এপ্রিল অপারেশনের মাধ্যমে তাদের জন্মের পর অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় পাঠানো হয়।
জোড়া শিশুদ্বয় এতোদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের শিশু সার্জারী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমীনের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের নিবির পর্যবেক্ষণে ছিলেন। তারা জানান, জোড়া কন্যা শিশুদ্বয়ের হাত-পা, মুখ ও পেশাব-পায়খানার জায়গা আলাদা হলেও তাদের হার্ট ছিল একটা।
উল্লেখ্য, গত ৭ মার্চ, রোববার বিকেলে কাপাসিয়া উপজেলা সদরের ব্যক্তিমালিকানাধীন শীতলক্ষ্যা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম হয়। শিশুদের পিতা মাসুদ রানার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামে। সে ভালুকা স্কয়ার গার্মেণ্ট ফ্যাক্টরীর কর্মচারী। মা রতœা বেগম কাপাসিয়া সদরের সূর্য্য নারায়নপুর গ্রামের পল্লী চিকিৎসক নাসির উদ্দিনের কন্যা।
শিশুদের পিতা মাসুদ রানা জানান, কাপাসিয়ার বেসরকারি শীতলক্ষ্যা হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ হাসানুর রহমান সোহাগের তত্বাবধানে নবজাতক জোড়া শিশুদের জন্ম হয়। সিজারের আগে হাসপাতালে পরিক্ষা নিরীক্ষার পর ডাক্তার তাদের জমজ শিশুর কথা বললেও জোড়া লাগানোর কথা গোপন রাখেন। জোড়া লাগানো শিশুর কথা আগে থেকে জানলে সে ওই হাসপাতালে সিজার না করে ঢাকায় উন্নত হাসপাতালে নিয়ে চেষ্টা করতে পারতেন। জোড়া লাগানো শিশুর তথ্য গোপন করে শুধু টাকার জন্য এ ধরনের জটিল সিজারের দ্বায়িত্ব নেয়া এক ধরনের প্রতারনা। হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি, তথ্য গোপন ও ত্রুটিপূর্ণ পরিক্ষা নিরীক্ষার ফলে নিস্পাপ দু’টি জমজ শিশুর অবস্থা জন্মের পর থেকেই আশংকাজনক ছিল বলে তাদের পিতা অভিযোগ করেন