মুলাদীতে পান খাওয়ার নাম করে ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মুলাদী থানা পুলিশ উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের মৃত আছু বেপারীর পুত্র সিকিম আলী বেপারীকে আটক করে। গত ১৫ এপ্রিল বেলা ১১টার দিকে সিকিম আলী বেপারী পাশ্ববর্তী বাড়ির মোসলেম সরদারের ঘরে ঢুকে তার স্ত্রী চন্দ্রবান বিবিকে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় গৃহবধু ধর্ষন থেকে বাচতে ধ্বস্তাধ্বস্তি করলে লম্পট সিকিম আলীর জামা-কাপড় ছিড়ে যায়। পরে গৃহবধু ডাকচিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসলে লম্পট সিকিম আলী বিবস্ত্র অবস্থায় পালিয়ে যায়। এঘটনায় চন্দ্রবান বিবি বাদী হয়ে সিকিম আলী বেপারীর বিরুদ্ধে মুলাদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্রে পুলিশ বৃহস্পতিবার তার বাড়ি থেকে আটক করে। সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করে জানান গৃহবধু বিচারের দাবীতে ইউনিয়ন পরিষদে এসেছিলো। কিন্তু নারী ঘটিত বিষয় হওয়ায় তাকে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান গৃহবধুর অভিযোগের ভিত্তিতে সিকিম আলী বেপারীকে আটক করা হয়েছে। অধিকতর তদন্ত সাপেক্ষে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে স্থানীয় একটি মহল ধর্ষন চেষ্টাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মহলটি লম্পটকে বাঁচাতে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করতে বিভিন্ন মহলে দৌড়Ñঝাপ শুরু করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত সিকিম আলী বেপারী থানা হেফাজতে রয়েছে।