মুলাদীতে লিয়া আতœহনন মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার আসামী রোমানের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে বাদীকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে বলে জানান বাদীর পরিবার। ফলে বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
জানাগেছে গত ১০ এপ্রিল সন্ধ্যায় বখাটেদের নিপীড়ন ও উৎপাতে অতিষ্ট হয়ে বাটামারা ইউনিয়নের রামচর গ্রামের মৃত হাকিম সরদারের মেয়ে ও এবিআর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী লিয়া আক্তার চিরকুট লিখে আতœহত্য করে। এঘটনায় লিয়ার মা মাহমুদা বেগম বাদী হয়ে গত ১৪ এপ্রিল একই এলাকার মোসলেম সরদারের পুত্র বখাটে রোমানকে আসামী করে আতœহত্যায় প্ররোচনার অভিযোগে মুলাদী থানায় মামলা দায়ের করে। লিয়ার মা মাহমুদ বেগম ও ভগ্নিপতি মাহবুব আলম জানান রোমান দীর্ঘ দিন ধরে রাস্তা-ঘাটে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে লিয়াকে উত্যাক্ত করে আসছিলো। রোমানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে লিয়াকে রাস্তা-ঘাটে এবং মোবাইল ফোনে গালিগালাজ করতো। রোমানের অশালীন কথাবর্তায় অতিষ্ট হয়েই লিয়া আতœহত্যা করেছে। এছাড়া মামলা দায়েরের পর থেকে রোমানের পরিবার মামলা তুলে নিয়ে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। তারা নিরাপত্তার জন্য অবিলম্বে বখাটে রোমানকে গ্রেফতারের দাবী জানিয়েছেন।