বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী লিভারপুলের জেমস মিলনার। তাদের খেলার ধরন কাতালান ক্লাবটিকে সমস্যায় ফেলবে বলে মনে করেন ইংলিশ এই মিডফিল্ডার।
শেষ আটের দুই লেগেই পর্তুগালের দল পোর্তোকে হারিয়ে মোট ৬-১ ব্যবধানে এগিয়ে সেমি-ফাইনালে ওঠে লিভারপুল। কোয়ার্টার-ফাইনালে আরেক ইংলিশ দল ম্যানচেস্টার ইউনাইটেডকে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। এরনেস্তো ভালভেরদের দলও দুই পর্বে জিতেছিল।
বার্সেলোনার সঙ্গে শেষ চারের লড়াই প্রসঙ্গে মিলনার সাংবাদিকদের বলেন, “আমরা বার্সেলোনাকে হারাতে পারি, তবে আমরা জানি যে তা খুব কঠিন হবে। তারা খুব শক্তিশালী দল এবং সেখানে খেলা কঠিন। তবে আমার মনে হয় না, আমরা যেভাবে খেলি এভাবে খেলা খুব বেশি দলের বিপক্ষে তারা খেলেছে।”
“ম্যানচেস্টার সিটির হয়ে নকআউট পর্বে আমি সেখানে দুবার খেলেছি এবং জিততে পারিনি। আশা করি, তৃতীয়বার আমার জন্য সৌভাগ্যজনক হবে। দলটিতে দারুণ সব খেলোয়াড় আছে এবং দল হিসেবেও তারা দুর্দান্ত।ৃতাদের বিপক্ষে লড়াইটা খুব কঠিন হবে এবং আমাদের সেরাটা খেলতে হবে। অবশ্য তাদের জন্যও কঠিন হবে।“
গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল লিভারপুলের। এবার আর কোনো ভুল নয়, শিরোপা উঁচিয়ে ধরার লক্ষ্য তাদের।
সেমি-ফাইনালের প্রথম লেগ হবে ১ মে, লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার মাঠে। আর আগামি ৭ মে অ্যানফিল্ডে হবে ফিরতি পর্ব।
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল রোববার শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে কার্ডিফ সিটির মাঠে খেলবে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।