রংপুরের পীরগাছার পাওটানা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ব্যবসায়ী নেতাসহ ৭ জনের নামে হয়রানী মুলক মামলা করায় বৃহস্পতিবার রাত ৯ টায় দোকানপাট বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করেছে ওই বাজারের ব্যবসায়ীরা। পাওটানাহাট দোকান মালিক ব্যবসায়ী সমিতির আয়োজনে অফিস চত্ত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ওই বাজারের জেনারেটর ব্যবসায়ী আবু তৈয়ব সরকারের কর্মচারী মোস্তফা মিয়া গত ৯ এপ্রিল রাতে খিলি পান ব্যবসায়ী লাবলু মিয়ার কাছে জেনারেটরের বিল আনতে যান। এসময় দু’জনের মধ্যে ফ্যানের বিল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাঁধে। এ ঘটনাকে কেন্দ্র করে জেনারেটর ব্যবসায়ী আবু তৈয়ব সরকার বাদি হয়ে ওই বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম, প্রচার সম্পাদক তারিকুল ইসলাম বিপ্লবসহ ৭ জনের নামে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার ওই বাজারের শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ব্যবসায়ী সমিতি। পরে পুলিশী বাঁধার মুখে সমিতির অফিস চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে ব্যবসায়ীরা।
এসময় বক্তব্য দেন সংগঠনের সাধারন সম্পাদক শাহ নুর আলম সিদ্দিকী, ব্যবসায়ী শফিকুল ইসলাম, সাজু মিয়া, আবু আকরাম, সঞ্জু মিয়া, মশিয়ার রহমান, আব্দুস সালাম প্রমুখ।
সমাবেশে ব্যবসায়ী নেতা শাহ নুর আলম সিদ্দিকী বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র ব্যবসায়ী নেতাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। বাদি তৈয়ব সরকার একজন মামলাবাজ ব্যক্তি। তিনি বিভিন্ন সুনামধন্য ব্যক্তির নামে মামলা দিয়ে স্বার্থহাসিলের চেষ্টা করেন। সমিতির সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, অবিলম্বে মিথ্যা মামলাটি প্রত্যাহার না হলে সকল দোকানপাট বন্ধ করে আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে এ মামলাটিকে কেন্দ্র করে ওই বাজারে দু’গ্রুপের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।