‘কৃষক বাঁচলে, বাংলাদেশ বাঁচবে, প্রধানমন্ত্রীর এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে উপজেলা কৃষক লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খান, জেলা কৃষক লীগ নেতা কায়সার আহমেদ লিংকন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, কৃষক লীগ নেতা নূরুল হক, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।