চট্টগ্রামে বন্ধুকে ছুরিকাঘাতে খুনের পরে লুকিয়ে থাকা ছেলে ফরহাদকে (২০) পুলিশে ধরিয়ে দিলেন তারই মা ফাতেমা রহমান ময়না। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পুলিশ মায়ের সহায়তায় কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকা থেকে এই ফরহাদকে গ্রেফতার করেন। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টায় বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকার ১ নম্বর রোডে ফরহাদের উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হন শাহাদাত হোসেন। নিহতের বাবা আবদুল হালিম। শাহাদাত পেশায় প্রাইভেট কার চালক। অভিযুক্ত ফরহাদের মা ফাতেমা রহমান ময়না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমার ছেলে তার বন্ধুকে খুন করায় তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। আমি সততার সঙ্গে রাজনীতি করি। কোনো অন্যায়কে আমি ধামাচাপা দিতে পারিনা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ এলাকা) পরিত্রাণ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ফাতেমা রহমান ময়না চট্টগ্রামের ষোলশহর ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ময়নার ছেলে ফরহাদ তার বন্ধু শাহাদাত হোসেনকে (২৪) ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্ত।