মুলাদীতে মৃধারহাট-ভেদুরিয়া-আবুপুর খেয়াঘাট নিয়ে বিরোধের জেরধরে এক পক্ষের ৪ জন এবং অপর পক্ষের ২জনকে অপহরণ করা হয়েছে। এনিয়ে মুলাদী ও গোসাইরহাট উপজেলা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে মৃধারহাট-ভেদুরিয়া-আবুপুর খেয়া পারাপারে ট্রলারে যাত্রী প্রতি ৪০টাকা নেওয়া হতো। এতে আবুপুর খেয়াঘাটে থাকা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকগণ ঢাকাগামী যাত্রীদের শরীয়তপুর-মাঝিরঘাটসহ বিভিন্ন স্থানে যেতো। মুলাদী-বাবুগঞ্জ আসনের এমপি আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপুর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গত ১লা বৈশাখ থেকে মৃধারহাট-ভেদুরিয়া খেয়াঘাট ইজারা মুক্ত করে দেওয়া হয়। ইজারামুক্ত খেয়াঘাটে ট্রলার চালকগণ যাত্রীদের কাছ থেকে ১০টাকা নিতে পারবে। ফলে ট্রলার চালকরা মৃধারহাট-আবুপুর খেয়াঘাটের ট্রলার চলাচল বন্ধ করে দেয়। এতে আবুপুর খেয়াঘাটে থাকা গোসাইরহাট এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা বিপাকে পরে ক্ষিপ্ত হয়। পরে মোটরসাইকেল চালকরা ট্রলার চালকদের মৃধারহাট-আবুপুর খেয়াঘাটে ট্রলার চলাচলের অনুরোধ করে ব্যর্থ হয়ে সাধারণ যাত্রী ও ভেদুরিয়া খেয়াঘাটে থাকা মোটরসাইকেল চালকদের ওপর ক্ষিপ্ত হয়ে গোসাইরহাট দিয়ে যাত্রী ও মোটরসাইকেল চলাচল করতে নিষেধ করে। গোসাইরহাট এলাকার মোটরসাইকেল চালকদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ১৬ এপ্রিল সকালে মুলাদী উপজেলার চরপদ্মা গ্রামের মৃত কফিল উদ্দীন আকনের পুত্র রফিক আকন ভেদুরিয়া থেকে যাত্রী নিয়ে মাঝিরঘাট রওয়া দেয়। মোটরসাইকেলটি গোসাইরহাট বাজারের কাছাকাছি পৌছলে হাটুরিয়া গ্রামের ইয়াসিন হাওলাদারের পুত্র কাওসারের নেতৃত্বে ৪/৫জন মোটরসাইকেল চালক রফিককে মারধর করে। ওই ঘটনায় কোনো সালিশ মিমাংসা হয়নি। গতকাল বৃহস্পতিবার সকালে হামলাকারী কাওসার ও তার সহযোগী রামচন্দ্র শীল ভেদুরিয়া খেয়াঘাট এলাকায় আসলে রফিক ও স্থানীয় লোকজন তাদের আটক করে থানায় সোপর্দ করে। দুই মোটরসাইকেল চালকের আটকের সংবাদ পেয়ে কাওসারের লোকজন গোসাইরহাট এলাকার অবস্থান নেয় এবং বেলা ১২টার দিকে যাত্রী নিয়ে মাঝিরঘাট যাওয়ায় পথে ভেদুরিয়া গ্রামের মোটরসাইকেল চালক বাকপ্রতিন্ধী রাসেল, বাবুল হাওলাদার, বাদল খান, জাহাঙ্গীর আকনকে আটকে মারধর করে হাটুরিয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। দুই উপজেলার ৬জনকে আটকের ঘটনায় মুলাদী-গোসাইরহাট উপজেলা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় দুই উপজেলার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা। এ ব্যাপারে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান বিষয়টি সমাধানের জন্য আলোচনা চলছে। মুলাদী থানা কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান জানান গোসাইরহাট থানা পুলিশের সাথে সমন্বয় করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।