মুলাদীতে স্কুল ছাত্রী লিয়ার আতœহত্যার ঘটনার পর থেকে তার চাচাতো ভাই বিপ্লবের পালিয়ে থাকার রহস্যের জট খুলছে না। আপন চাচাতো বোনের মৃত্যু পর থেকে এলাকা ছেড়ে আতœগোপন করায় পুলিশ ও স্থানীয়দের মাঝে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। লিয়ার আতœহত্যার সাথে তার চাচাতো ভাই বিপ্লবের কোনো সম্পৃক্ত রয়েছে কিনা এনিয়ে সন্দেহ দেখা দেয়। বিপ্লব দীর্ঘ দিন ধরে তার চাচাতো বোন লিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলো বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া যেখানে লিয়ার মা স্থানীয় বখাটে রোমানের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে সেখানে বিপ্লবের পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের কাছে প্রশ্ন দেখা দেয়। উল্লেখ্য গত ১০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের রামচর গ্রামের মৃত আবদুল হাকিম সরদারের মেয়ে ও এবিআর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী লিয়া আক্তার চিরকুট লিখে ঘরের মধ্যে আতœহত্যা করে।