মুলাদীতে ইসলামি শ্রমিক আন্দোলনের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় মুলাদী উপজেলা ইসলামি আন্দোলন কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ বেলায়েত হোসেন মুন্সী। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা ইসলামি আন্দোলনের সেক্রেটারি মাওঃ মুহাম্মাদ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা ইসলামি আন্দোলনের সভাপতি মুহাম্মাদ নাসির উদ্দীন ডাকুয়া। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা ইসলামি শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাস্টার মোঃ আবদুস সালাম, অর্থ সম্পাদক রুহুম আমিন সিকদার। এ সময় বক্তব্য রাখেন মুলাদী উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি আলহাজ¦ এফ এম মাইনুল ইসলাম, সেক্রেটারি মাওঃ মুহাম্মাদ নেছার উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, সদস্য ক্বারী মুহাম্মাদ আবদুল বারী, ক্বারী মুহাম্মাদ আইয়ুব আলী, এইচএম রফিকুল ইসলাম প্রমুখ। কাউন্সিলে মুহাম্মাদ বেলায়েত হোসেন মুন্সীকে সভাপতি, মুহাম্মাদ জাবের হোসেনকে সেক্রেটারি করে ৫১ সদস্য বিশিষ্ট মুলাদী উপজেলা ইসলামি শ্রমিক আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।