আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের আজকের সাতক্ষীরা প্রতিনিধি শামীম রেজার গাড়ি ছিনতাই এর ১২ ঘন্টা পর উদ্ধার হয়েছে। বুহস্পতিবার সকাল অনু: ৭.৩০ টার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শোভনালীর মৎস্য ঘের হতে মটরমাইকেল যোগে তিনি বাড়ি ফিরছিলেন। শোভনালী কালিমন্দির সংলগ্ন ওয়াপাদা রাস্তার উপর পৌছালে বৈকরঝুটি গ্রামের রাজু আহমেদ তাকে থামিয়ে সামনের মোড় পর্যন্ত পৌছায়ে দিতে বলে। সরল বিশ্বাসে তিনি তাকে পৌঁছে দিতে গেলে নামিয়ে দেওয়া মাত্র মটর সাইকেলের চাবি নিয়ে ধস্তাধস্তি করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে আশাশুনি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ১২ ঘন্টা পর সাইকেল উদ্ধার হয়েছে। জানাযায় ছিনতাইকারী রাজু আহমেদ একজন মাদকসেবি। ইতঃপূর্বে সে কয়েক বার বিভিন্ন অপকর্ম করে জেল হাজত খেটেছে।