আশাশুনি থানা পুলিশ পুথক অভিযানে ৪ গ্রেফতারী পরোয়ানার আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই বিল্লাল হোসেন অভিযান চালিয়ে সিআর-৩১/১৮ (ওয়ারেন্ট) আসামি হাড়িভাঙ্গা গ্রামের মুনছুর মোড়লের স্ত্রী কহিনুরকে গ্রেফতার করেন। এএসআই মোকাদ্দেস হোসেন পৃথক অভিযানে সিআর-৩৭৮/১৮ (ওয়ারেন্ট) আসামি শ্রীউলা গ্রামের মৃত আতিয়ার মোড়লের পুত্র মোঃ আঃ ছালামকে গ্রেফতার করেন। এএসআই মাহাবুব হাসান সিআর-৪৩/০৬ (ওয়ারেন্ট) আসামি বড়দল গ্রামের ফনি মন্ডলের পুত্র বিকাশ মন্ডলকে গ্রেফতার করেন। এএসআই তরুন কৃষ্ণ রায় নাঃ শিঃ ৬৯/১৮ (ওয়ারেন্ট) আসামি খাসবাগান ফকিরবাড়ির রজব আলি অকিরের পুত্র রুবেল হোসেনকে গ্রেফতার করেন।