আশাশুনি সদরে স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর স্বামী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার দিবাগত রাতে কোদন্ডা গুচ্ছগ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
কোদন্ডা গ্রামের আঃ মাজেদের কন্যা শাহেদার (১৯) সাথে একই গ্রামের মৃত নওশের মোল্যার পুত্র কাশেমের (২২) দীর্ঘদিনের প্রেম ছিল। ৬ মাস আগে তারা পরিবারের অমতে নিজেরা বিয়ে করে। ছেলের অভিভাবকরা বিয়ে মানতে রাজী না থাকায় মেয়েকে নির্যাতন করতো। বুধবার রাত ২ টার দিকে স্বামী কাশেম ও তার পরিবারের লোকজন শাহেদাকে বেদম মারপিট করে। মারপিটের একপর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ^াসরোধ করে হত্যা করে। সে মারা গেছে নিশ্চিত হয়ে তারা শাহেদাকে মশারিতে জড়িয়ে ঘরের খাটের উপর রেখে দেয়। কোন কিছু ঠিক করতে না পেরে স্বামী কাশেম নিজে বিষপান ও গায়ে বিষ লাগিয়ে গুতিয়াখালী নদীর চরে বেহুশ হয়ে পড়েছিল। ভোরে পাশের লোকজন জানতে পেরে থানায় খবর দিয়ে পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ দারোগাদের নিয়ে ঘটনাস্থানে গিয়ে সুরোতহাল রিপোর্ট করিয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। কাশেমকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।