রাজশাহী মহানগরীর শ্রীরামপুর টি-বাঁধ পদ্মা পাড়ে পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রাজপাড়া থানা পুলিশ। তিন-চার দিন আগে তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয় বলে ধারণা পুলিশের। কিন্তু উদ্ধারকৃত মরদেহটির সীমানা দামকুড়া থানার আওতায় পড়াতে পরে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘পঁচন ধরা মরদেহের পা বাঁধা ছিল। স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখে রাজপাড়া থানায় খবর দিলে সেটি উদ্ধার করা হয়। কিন্তু ঘটনাস্থলটি দামকুড়া থানা এলাকায় হওয়ায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় দামকুড়া থানার ওসি আবদুল লতিফ শাহ্্ বলেন,‘নিহত ব্যক্তির পরনে কালো ফুলপ্যান্ট ও সাদা ফুলহাতা শার্ট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে তিন-চার দিন আগে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তাকে হত্যা করে টি-বাঁধ পাড়ে মরদেহটি ফেলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় পাওয়া না গেলে নমুনা সংগ্রহ শেষে আঞ্জমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।’