ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদরাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও আগুনে পুড়িয়ে মেরে ফেলার মূলহোতা ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবীতে শ্রীবরদীতে মানববন্ধন করা হয়েছে। শ্রীবরদী লোকাল বয়েজের ছাত্রকল্যাণ শাখার আয়োজনে বৃহস্পতিবার(১৮ এপ্রিল) বিকালে পৌর শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। ছাত্রকল্যাণ শাখার সমন্বয়কারী শিমুল আকন্দের সভাপতিত্বে ও লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহাম্মদ আব্দুল্লাহ দানা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রমূখ। এ সময় শ্রীবরদী লোকাল বয়েজ এর ছাত্রকল্যাণ শাখার সকল সদস্যসহ সকল স্তরের শতাধিক জনতা উপস্থিত ছিলেন।