নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলসহ কয়েকজন অভিভাবক।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, ছাত্রছাত্রীদের ভালো লেখাপড়ার ক্ষেত্রে শুধু শিক্ষকদের ভূমিকা রাখলেই চলবে না। এ ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। ছেলে-মেয়েরা ঠিকমত লেখাপড়া করছে কিনা, সে বিষয়ে নজর দিতে হবে। বিশেষ করে এসএসসি পাসের আগে কোনো ভাবেই মোবাইল ফোন ও মোটরসাইকেল ব্যবহার করতে দেয়া যাবে না। কারণ, এ বয়সের ছাত্রছাত্রীরা মোবাইল ফোনের ভালোর চেয়ে খারাপ দিকে বেশি মন দেয়। তাই সুশিক্ষা আর সুসন্তান গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। এদিকে, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব ও বাইসাইকেল রাখার ছাউনি নির্মাণের ক্ষেত্রে জেলা প্রশাসক আনজুমান আরা সহযোগিতা করবেন বলে জানান।