নওগাঁর মান্দায় শিক্ষক-কর্মচারিদের বেতন থেকে অবসরভাতা ও কল্যাণ ফান্ডের জন্য অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাশিস মান্দা উপজেলা শাখা ও মান্দা মাদরাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে ইউএনওর মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বাশিস মান্দা উপজেলা শাখার সভাপতি গোলাম সোরয়ার স্বপন, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, সহসভাপতি আবদুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সদরুল ইসলাম, সাইদুর রহমান, সাজেদুল ইসলাম এবং মান্দা মাদরাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য ইয়াহিয়া, লুৎফর রহমান প্রমুখ।
এর আগে বাশিস মান্দা শাখা কার্যালয়ে অবসরভাতা ও কল্যাণ ফান্ডের জন্য অতিরিক্ত ৪% কর্তন বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।