দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা নবযাত্রা প্রকল্পের সুশীলনের উদ্যোগে যুব সাংবাদিকদের সাথে উপজেলা সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের সহযোগীতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় চালনা পৌরসভার আচাভূঁয়াস্থ প্রকল্প কার্যালয়ে দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের জেন্ডার কর্মকর্তা নাসরিন মনোয়ার, দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, নবযাত্রা প্রকল্পের টিও রাসেল মাহামুদ, মনিটরিং কর্মকর্তা শহিদুল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক গোবিন্দ বিশ্বাস, বিধান চন্দ্র ঘোষ, জি এম আজম, দীপক রায়, এস এম, মামুনুর রশিদ,জাহিদুর রহমান সোহাগ, পারুল বেগম,যুব সাংবাদিক আজিজুর রহমান, পাপ্পু সাহা নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মরিয়ম খাতুন প্রমুখ।