জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সেবার মানোন্নয়নে সেবাদাতা ও সেবা গ্রহিতা ফোরামের সাথে মত বিনিময় সভায় মিলিত হয়।
বেলা ১২ টায় হাসপাতাল সেমিনার কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন ডাক্তার সন্তোষ কুমার মজুমদার, ডাঃ তোফাজ্জেল হোসেন, সেবিকা হালিমা খাতুন, নমিতা মহলদার, দুলালী বিশ্বাস, সেবা গ্রহীতা ফোরামের সভাপতি আজগর হোসেন ছাব্বির, সম্পাদক শান্ত মিস্ত্রি পাবক, এসএম মামুনুর রশিদ, রতন মন্ডল, এনায়েত হোসেন, রাহুল রায়, শিবানী মন্ডল, শংকর বিশ্বাস প্রমুখ। সভায় পারষ্পারিক সর্ম্পক বৃদ্ধির মাধ্যমে দাকোপ হাসপাতালের সেবার মানবৃদ্ধি কল্পে গুরুত্বপূর্ন আলোচনা ও সির্দ্ধান্ত গ্রহন করা হয়।