ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে মরাজের মা (৬০) হত্যাকান্ডের ঘটনায় দুইজনের মৃত্যুদন্ড এবং দুইজনকে তিন বছরের কারাদ- দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে আসামীদের উপস্থিতি এ রায় দেন স্পেশাল জজ আদালতের বিচারক এহসানুল হক। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন আবদুল হেলিম (৬৪), আবুল কাশেম (৬০) এছাড়াও তিন বছরের কারাদন্ডপ্রাপ্তরা হলেন আবদুল আজিজ এবং খোকন মিয়া। মামলা থেকে খালাস দেয়া হয়েছে ২৫জন আসামীকে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম বলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বড়জোড়া গ্রামের আবদুল হেলিম ও আবুল কাশেমের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল মরাজের মার ছেলে ছালাম ভূইয়ার। এই বিরোধের জেরে ২০০৩ সালে৩ নবেম্বর দেশীয় অস্ত্র দিয়ে মরাজের মা’কে হত্যা করে। পরে ঐ দিনই মরাজের মার ছেলে ছালাম ভূইয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ৩৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ৩১জনকে আসামি করে চার্জশিট প্রদান করে। মামলা চলাকালে মারা যান দুই আসামী। স্বাক্ষীদের দীর্ঘ শুনানী শেষে আজ বৃহস্পতিবার আদালত এই রায় প্রদান করেন। এ মামলায় ২৫ জনকে খালাস দেয়া হয়।