নওগাঁর ধামইরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উদ্যোগে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ১ হাজার ১শত জনকে বিনামুল্যে প্রনোদনা প্রদান করা হয়েছে। ২০১৯-২০ সনে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ১৮ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায় প্রত্যেক কৃষকের হাতে ৫কেজি আউশ ধানের বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি তুলে দেন। এ সময় ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, কৃষি কর্মকর্তা সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক রাসেল মাহমুদ, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা বলেন, “আউশ ধান মুলত আকাশে বৃষ্টির পানিকে চাষাবাদ হয়, পক্ষান্তরে ইরি-বোরো গভীর নলকূপ অথবা ডিপটিউবওয়েলের পানির দিয়ে আবাদ করে কৃষকরা। তাই আউশ ধান আবাদ বৃষ্টির পানিতেই হয়ে যায়, আর এতে করে ভূগর্ভস্ত পানির স্তর রক্ষাকরা সম্ভব হবে বলে আমি মনে করি।”