ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় অবশেষে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুকে নির্বাচিত ঘোষনা করেছেন রিটার্নিং আফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামান। গত বুধবার (১৭এপ্রিল) বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আহমেদ। বিকাল ৫টার পর পরই রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু যথাযথভাবে মেয়র নির্বাচিত হইয়াছে।
এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে শহরের এক কমিউনিটি সেন্টারের সংবাদ সম্মেলনে মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘোষণা দেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ।।
এদিকে ইকরামুল হক টিটু মেয়র নির্বাচিত হওয়ায় নগর জুড়ে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করে টিটুর সমর্থকরা।
আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু বলেন, গত দুটি সংসদ নির্বাচনে আমরা জোটগত ভাবে নির্বাচন করে জাতীয় পার্টির প্রার্থী বেগম রওশন এরশাদকে বিজয়ী করেছি। বর্তমান সংসদেও বিরোধী দলের উপনেতা বেগম রওশন এরশাদের নির্দেশ ক্রমে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আজকে সাংবাদিক সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ঐক্যবদ্ধভাবে মানুষের উন্নয়নে কাজ করবেন।
রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে গত ১০ এপ্রিল যাচাই বাছাইয়ে তিন জনের প্রার্থিতা বাতিল হয়। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আহমেদের মনোনয়ন বৈধ ঘোষনা করে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন গতকাল বুধবার বিকালে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আহমেদ তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটুর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে মেয়র পদে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।