নাটোরের সিংড়া উপজেলার মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন লালোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বিদ্যালয়ের সদস্য শামসুল ইসলাম, মনিরুল ইসলাম, কৃষ্ণপদ সরকার, ব্যবসায়ী রুবেল, ৪র্থ শ্রেণির ছাত্র তামিম হোসেন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, সম্প্রতি স্কুলের সভাপতি অসীত কুমার মুকুটমনি ও তার ভাই আনন্দ মুকুট মনি স্কুলের জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়। এ বিষয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে তারা দুই ভাই মিলে সামসুল, লতিফ, রেজাউলের নামে চাঁদাবাজির মামলা দায়ের করে এবং রুবেল ও সামছুলকে হত্যার হুমকি দেয়। অবিলম্বে মামলা প্রত্যাহার ও জমি দখল মুক্ত করে হুমকিদাতা ও মামলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।