খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, পাইকগাছা-কয়রায় এসেছিলাম খালি হাতে, ফিরে যাবও খালি হাতে কিন্তু টেন্ডারবাজ, দখলবাজ-দুর্নীতি বাজদের সাথে কোনো আপোশ হবেনা বলে ঘোষণা দেন। তিনি বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপকূলীয় ওয়াপদার বেড়িবাঁধ মেরামতে ৪ কোটি টাকা বরাদ্ধের তথ্য দিয়ে তিনি শিক্ষা ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য, ভিজিডি, ভিজিএফ কার্ড বিতরণে অর্থগ্রহণ ও দলের পরিচয় দিয়ে যারা অ-নিয়মে জড়িত থাকবে তাদেরকে কোনো মতে প্রশ্রয় দেওয়া হবে বলে সাব জানিয়ে দেন।
পাইকগাছা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ শাহাদৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান-গাজী মোহাম্মদ আলী, কমিটি সদস্য আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সুবোল চন্দ্র মন্ডল, আ. রাজ্জাক মলঙ্গী, রনজিত সরকার, জামির হোসেন সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।