খুলনার পাইকগাছায় পানি স্যানিটেশন ও জন স্বাস্থ্য বিষকয়ক প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের (২০১৯-২০) অর্থ বছরের প্রাক-বাজেট সভা মেহেরুনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাজেট সভায় স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান মো. কাওছার আলী জোয়ার্দার। ইউপি সদস্য আ. আজিজ বিশ্বাস এর সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রহিমা আকাতার শম্পা, ইউপি সচিব আ. গনি গাজী, সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু, আবদুস সালাম, সাংবাদিক রফিকুল ইসলাম, মহানন্দ অধিকারী মিন্টু ও দীপ অধিকারী প্রমুখ।
বাজেট সভা সঞ্চালনা করেন ডরফ পানি ও জীবন প্রকল্পের মো. আবু সায়েম। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, চাকুরিজীবী, ব্যবসায়ী, গৃহিনী, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।