খুলনার পাইকগাছা উপজেলা সাংবাদিক জোটের সদস্য, দৈনিক ভোরের পাতা, ফোকাস বাংলা নিউজ ও এফএনএস প্রতিনিধি মহানন্দ অধিকারী মিন্টু উপর কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে এমডি রাসেল তার বাহিনী নিয়ে সম্প্রতি হামলা চালায়। ওই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় সাংবাদিক জোটের কপিলমুনি অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা সংগঠনের আহ্বায়ক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব পলাশ কর্মকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শেখ মুহা. আবদুস সালাম, শেখ আবদুল গফুর, এসএম আবদুর রহমান, সদস্য জিএম আসলাম হোসেন, এইচএমএ হাশেম, একে আজাদ, জিএম মোস্তাক আহম্মেদ, স ম নজরুল ইসলাম, আবদুস সবুর আল আমীন, মিলন দাশ, মজুমদার পলাশ, জগদীশ দে ও দীপ অধিকারী প্রমূখ। সাংবাদিক নেতারা বলেন, ‘মিন্টুর উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তি আওতায় আনতে হবে। তা না হলে হামলাকারীদের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে।’ সাংবাদিক নেতারা আরো বলেন, ‘হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় একে পর এক বেআইনী কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে তা অনুসন্ধান করে ধারাবাহিক ভাবে পত্রিকায় তুলে ধরা হবে। তখন বেরিয়ে আসবে থলের বিড়াল।’
উল্লেখ, পহেলা বৈশাখের রিপোর্ট সংগ্রহের কাজে গিয়ে ওই দিন সকাল ৯ টার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এ- কলেজ প্রাঙ্গনে মহানন্দ অধিকারী মিন্টুর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এম ডি রাসেল (২৪) এর নের্তৃত্বে শোভন শেখ (২২), আমিরুল গাজী (২৩) শেখ আশিক (২২), আনিচ (২৪), আবু হাসান (১৮), সাজু বিশ্বাস (১৮) সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন সাংবাদিক মিন্টু পেশাদারী দায়িত্ব পালনের সময় ফিল্মি স্টাইলী সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনার পরের দিন ভুক্তভোগী সাংবাদিক পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেন। যার নম্বর ৬৩০।