চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে শাহাদাত হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় শহরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় ওই ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জের ধরে শাহাদাত হোসেনকে তার বন্ধু ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। অভিযুক্ত বন্ধুকে পুলিশ আটকের চেষ্টা চালাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি আতাউর রহমান খন্দকার।