স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে রাজশাহীর বাঘায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতেত্বে এ কর্মশালার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অথিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার রাজশাহী এর উপ-পরিচালক পারভেজ রায়হান। তিনি ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের যত প্রকার সেবাদান কর্মসূচি রয়েছে তার সবই গুলোয় (প্রায়) পরিচালিত হয়ে থাকে ইউনিয়ন পরিষদ থেকে। এজন্য আপনাদের অনেককিছু শেখা-বা জানান রয়েছে। আর এই জানান দিতেই মুলত: এ কর্মশালার আয়োজন।
সভায় নির্বাহী কর্মকর্তা বলেন, আজ থেকে ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে কার্যকর ও জবাব দিহি মূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প কার্যক্রম উপজেলা পর্যায়ে দুই সিপ্টে শুরু করা হয়েছে। এতে প্রথম দিন সকালে মনিগ্রাম ইউনিয়ন কে সম্পৃক্ত করা হয়। এটি পর্যায় ক্রমে চলবে এবং আগামি ২০ তারিখ এক সমাবেশের মাধ্যমে এই প্রশিক্ষন কর্মশালার সমাপ্তি হবে।