পিরোজপুরের ভান্ডারিয়া বিহারী মাধ্যমিক বিদ্যালয়ের ১০৮তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু,সাবেক ইউপি চেয়াম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, শফিকুল ইসলাম আজাদ প্রমূখ। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫০টি ইভেন্টে মোট ৩শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।