জামালপুর সদর উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আরিফ হোসেন (১২) নামের এক শিশু নিহত হয়েছে।
গত ১৭ এপ্রিল বুধবার সন্ধ্যার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন অনন্তবাড়ী এলাকার দর্জি মাসুদ রানার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামালপুরের নান্দিনা মর্নিং সান কিন্ডার গার্টেনের সপ্তম শ্রেণির ছাত্র আরিফ হোসেন বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় আরিফ গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন মোটরসাইকেলের ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনা শুনেছি। কিন্তু এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।