জামালপুরের মেলান্দহে কুড়িয়ে পাওয়া মেয়ে নবজাতকের স্থান হলো নি:সন্তান দেলোয়ার হোসেনের (৩৫) ঘরে। গত ১ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার উত্তর আদিপৈত গ্রামের জনৈক ফরিদা বেগম (৩০) লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন। উপজেলা চত্বরের বাউন্ডারি ওয়াল পাশে পলিথিনে জড়ানো এক নবজাতক দেখতে পেয়ে নিজের বাড়িতে আনেন। পরে নবজাতকে প্রতিবেশি নি:সন্তান দেলোয়ার হোসেনকে দেয়া হয়। এখনো নবজাতকের নাম রাখা হয় নি। ওইদিন বিকেলে নি:সন্তানের ঘরে নবজাতককে দেখার জন্য শত শত লোক ভিড় করে। দেলোয়ার হোসেন জানান-আল্লাহ আমার জন্য দয়া করেছেন বলেই এই নবজাতক আমার কোলে আসছে।