পূর্ব শত্রুতার জের ধরে নওগাঁর পোরশার রঘুনাথপুর গ্রামে আদিবাসীদের বাড়ি ভাংচুর, জিনিসপত্র লুটপাঠ, সহ খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূবৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত দুইটয়। এ সময় দূবৃত্তরা ওই গ্রামের কেস্ট দিগ্যা, রবিন্দ্রনাথ, মংলা ও কমলের বাড়ি ভাংচুর, জিনিসপত্র লুটপাঠ ও খড়ের পালায় আগুন লাগিয়ে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে পালিয়ে যায়। ভুক্তভুগি কেস্ট জানান, ওই রাতে ৪০-৫০জনের একটি দূবৃত্তের দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়ির সকল লোকজনকে জিম্মি করে বাড়িতে ভাংচুর চালায় এবং টিন, ছাগল, টাকা, চাল সহ বিভিন্ন জিনিস লুটপাঠ করে নিয়ে যায়। এ সময় তারা খড়ের পালায় আগুণ লাগিয়ে চলে যায়। খবর পেয়ে মহাদেবপুর উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুণ নিভায়। তবে তারা একই গ্রামের ভিকুরাম উরাও এর ছেলে ভোলানাথ ভুমলের সাথে জায়গা নিয়ে গন্ডগোল থাকায় তার লোকজনই বাড়ি ভাংচুর ও লুটপাঠ এবং খড়ে আগুন দিয়েছে বলে অভিযোগ করছেন। এ ব্যাপারে মশিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন শাহ বলেন, ভোলানাথ এবং কেস্ট গংদের মধ্যে জায়গা নিয়ে গন্ডগোল রয়েছে তবে ঘটনাটি কে ঘটেয়িছে তা তিনি বলতে পারছেনা বলে জানান। পোরশা থানা ডিাউটি কর্মকর্তা এসআই সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তারা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলেন বলে জানান। তবে কেউ থানায় কোন অভিযোগ করেননি বলেও তিনি জানান।