রাজধানীর মালিবাগ রেলগেটের পাশে কাঁচাবাজারের আগুন লেগেছে। বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জুয়েল আহমদ এসব তথ্য জানিয়েছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
মালিবাগ সুপার মার্কেটের পাশে ওই কাঁচাবাজারে সব মিলিয়ে ৫০টির মত দোকান রয়েছে। আশপাশে রয়েছে বিভিন্ন আবাসিক ভবন ও হোটেল।
এদিকে বুধবার মধ্যরাতে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি মাদ্রাসার নিচতলায় টিভির গুদামে আগুন লাগে।