আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৭ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথ জানান, পুলিশ অভিযান চালিয়ে কাদাকাটি গ্রামের সামছুর রহমানের পুত্র মাদক ব্যবসায়ী হাসিবুল হক মিলনকে ২০ পিস্ ইয়াবা সহ গ্রেফতার করে। একই রাতে ফটিকখালী গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ফটিকখালী গ্রামের রবীন সানার পুত্র সত্যরঞ্জন সানা ও খগেন সানার পুত্র প্রকাশ সানাকে আটক করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় শ্রীউলা গ্রামের আইয়ুব আলী, বিছট গ্রামের দুদু কারিকর, সরাফপুর গ্রামের রাজু সরদার ও আব্দুল্লাহ সরদারকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।