আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের থেকে কাব-ক্যাম্পুরী বাস্তবায়ন ও স্কাউট ভবন নির্মানে প্রতিষ্ঠান প্রতি ৫০০ টাকা করে আদায়ের ঘটনায় শিক্ষক মহলে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
উপজেলার ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে কাব দল আছে। এসব বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্রছাত্রীদের থেকে মাথাপিছু ১০ টাকা হারে চাঁদা আদায় করা হয়েছে। যে টাকা স্কাউটস ও কাবের কার্যক্রমে ব্যয় করার কথা। এরপরও ২ মে থেকে ৫ মে পর্যন্ত জেলা কাব-ক্যাম্পুরীর জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। কেবলমাত্র আশাশুনি উপজেলা থেকে স্কুল প্রতি আদায় হচ্ছে ৫০ সহ¯্রাধিক টাকা। জেলার ৭টি উপজেলা থেকে অনুরুপ আদায় হচ্ছে। এ ছাড়া উপজেলা পরিষদ থেকে ১০ হাজার টাকা করে এবং জেলা পরিষদ থেকে ৫০ হাজার টাকা আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া উপজেলা পর্যায়ে কাম্পুরীর জন্য স্কুল প্রতি ১০০ টাকা করে আদায় করা হয়। সবমিলে শিক্ষকরা টাকা দেওয়ার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছাত্রদের থেকে যে টাকা আদায় করা হয়েছে তার সঠিক ব্যবহার করা হলে জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলার শিক্ষকদের থেকে টাকা আদায়েন প্রয়োজন পড়ে না। উপজেলা পর্যায়ে কাব ক্যাম্পুরীতে তাদের খরচ হয়েছে লাখ টাকার মত। জেলা পর্যায়ে ২/৩ লক্ষ টাকার বেশী খরচ হওয়ার কথা নয়। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের থেকে এভাবে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনায় শিক্ষকমহলে হাতাশার সৃষ্টি হয়েছে।
আশাশুনি উপজেলার হাই স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষক প্রতি ১০০ টাকা, এমএলএসএস প্রতি ৫০ টাকা ও শিক্ষার্থী প্রতি ২০ টাকা করে আদায় করা হচ্ছে। পাশাপাশি প্রাইমারী স্কুলের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষক প্রতি ১০০ টাকা, এমএলএসএস প্রতি ৫০ টাকা ও শিক্ষার্থী প্রতি ১০ টাকা করে আদায় করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টরা জোর দাবী জানিয়েছেন।