আশাশুনি উপজেলার ১০৫ টি বিদ্যালয়ে আইসিটি সামগ্রী বিতরণকালে স্কুল প্রতি ২০০ থেকে ৩০০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলা শিক্ষা অফিস থেকে সামগ্রী বিতরণ ও টাকা আদায় করা হয়।
সরকার উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আইসিটি কার্যক্রমের আওতায় আনতে বিনামূল্যে আইসিটি সামগ্রী সরবরাহের উদ্যোগ গ্রহন করে। এরই আওতায় ইতঃপূর্বে ল্যাবটপ বিতরণ করা হয়েছিল। সে সময় খরচ বাবদ টাকা আদায় করা হয়েছিল। বুধবার ১০৫ টি প্রজেক্টর, ১০৫টি স্ক্রীন ও ১০০টি সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়। ১০৫টি স্কুল হতে স্কুল প্রতি ২০০ থেকে ৩০০ টাকা করে আদায় করা হয়। পরিবহন খরচ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে বলে টাকা নিলেও কোন রশিদ সরবরাহ করা হয়নি। মালামাল পরিবহনে সরকারি ভাবে খরচ দেওয়া হবে এটি জানাগেলেও অজ্ঞাত কারণে খরচ বাবদ টাকা আদায় করা হয়েছে। ১০৫টি স্কুল হতে ২০০ টাকা করে আদায় হলে ২১ হাজার টাকা এবং ৩০০ টাকা করে হলে আদায় হলে ৩১ হাজার ৫০০ টাকা আদায় হয়েছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাঃ শামছুন্নাহার সাংবাদিকদের জানান, আইসিটি সামগ্রী বিতরণ করা হয়েছে। এগুলো যশোর থেকে পুরা জেলার মালামাল সাতক্ষীরায় আসে এবং অন্যান্যের মালামাল নামিয়ে দিয়ে আশাশুনির মালামাল আশাশুনিতে আসে। মালামাল বিতরণকালে টাকা নেওয়া হয়েছে কিনা সেটি তার জানার বাইরে বলে তিনি জানান।