আশাশুনিতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর দ্বিতীয় দিনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০.৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাঃ সউদ বিন খায়রুল আনাম, ডাঃ আশিকুর রহমান, ডাঃ মনিরুল ইসলাম, ডাঃ সাইফুল আলম, ডাঃ সাইফুল ইসলাম, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সিনিঃ স্টাফ নার্স কল্পনা রানী মন্ডল, শীলা বর্ধন প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।