১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। মুজিব নগর দিবসের তাৎপর্য ও পটভূমি তুলে ধরে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান। অন্যান্যের মধ্যে একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন, প্রীতিমনি রায়, আনিকা তামাচ্ছুম, হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।