কালিগঞ্জে বেসরকারি সংস্থা লিডার্স এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ইয়্যুথ মোবিলাইজেশন ফর সোস্যাল চেঞ্জ কার্যক্রমের আওতায় ইউনিয়ন যুব ফোরাম কমিটি গঠন সভা অনুষ্ঠি হয়েছে। কুশুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ অহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন কুশুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। সভায় লিডার্স এর প্রোগ্রাম সমন্বয়কারী হরিদাস কুমার ঢালী, প্রোগ্রাম কর্মকর্তা সুলতা সাহা, ফিল্ড ফ্যাসিলিটেটর জুলেখা খাতুন, বাবর আলীসহ সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাসুদেব সরকারকে সভাপতি এবং শেখ মাসুদুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট যুব ফোরাম কমিটি গঠন করা হয়।