বাংলাদেশ তাঁতীলীগ কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্যসচিব এসএম জাকির হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার সন্ধ্যায় কুশলিয়া ইউনিয়ন তাঁতীলীগের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ঘোষিত কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মহররম হোসেন এবং সদস্যসচিব মনোনীত হয়েছেন আবু হাসান। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও কুশলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক সুকান্ত দাস, রেজাউল খান প্রমুখ।