রংপুর জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মানবাধিকার সংগঠক, সাংবাদিকও সরকারি বেসরকারি কর্মকর্তাদের নিয়ে জেন্ডার ও গ্রাম আদালত সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামুলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের জেলা প্রশাসনে আয়োজনের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব। অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক রুহুল আমিন মিঞা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রওশন আলম, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ। এ সময় বক্তব্য রাখেন রংপুর জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা হুমায়ন কবীর, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, চন্দনপাট ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু। কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ইউএনডিপি ঢাকার জেহুার স্পেশালিষ্ট কামরুন্নেছা নাজলী। সঞ্চালন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলেটর মতিউর রহমান। জেন্ডার ও গ্রাম আদালত সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামুলক দিনব্যাপী কর্মশালা রংপুর জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মানবাধিকার সংগঠক, সাংবাদিক ও সরকারি বেসরকারি কর্মকর্তা এতে অংশ নেন।