কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর অধীনে পরিচালিত আই.বি.পি. অন ফুড সেফটি গভর্নেন্স ইন পোল্ট্রি সেক্টর প্রকল্প এর মাধ্যমে রংপুরে বিভিন্ন সংবাদমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক) মিডিয়ার সাংবাদিকদের সাথে পোল্ট্রি সেক্টরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সাংবাদমাধ্যম এর ভূমিকা বিষয়ক এক কর্মশালার অনুষ্ঠিত হয়। বুধবার রংপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ্্ জালাল খন্দকার। তিরি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিকরণের মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ীদের জড়িমানা করলেই কাজ হবে না, এজন্য আমাদের সকল পর্যায়ে অনেক বেশী সচেতনতা বাড়াতে হবে।আরও বলেন, সাংবাদমাধ্যম অনেক বেশী শক্তিশালী, সমাজের একটি দায়িত্তশীল পেশা থেকে নিরাপদ পোল্ট্রি উৎপাদনে তাদের অনেক ভূমিকা আছে। কর্মশালার ক্যাব রংপুর জেলা কমিটির সভাপতি মো. আবদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সরোয়ার হোসেন, ক্যাব রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান উল হক তুহিন, ক্যাবের ফিল্ড কো অডিনেটর ইকবাল হোসেন, সহ রংপুররের বিভিন্ন সংবাদিকবৃন্দ। কর্মশালায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে প্রাণিসম্পদ সহ সংশ্লিষ্ট সকল সরকারী দপ্তরের মনিটরিং বৃদ্ধি করতে হবে। পাশাপাশি খামারীদের সঠিক পরামর্শ প্রদান করা, খামারে ্এ্যন্টিবায়োটিক এর ব্যবহার কমিয়ে আনা, ডাক্তারের পরামর্শছাড়া এ্যন্টিবায়োটক ওষুধ বিক্রি বন্ধ করা এবং তৃণমূল পর্যায়ে তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। তাছাড়া নিয়মিত পোল্ট্রি খাদ্য এর গুণগতমান পরীক্ষার ব্যবস্থা করতে হবে। কর্মশালায় পোল্ট্রি সেক্টরের সাথে জড়িত খামারী, পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী, খাদ্য বিক্রেতা, মুরগি বিক্রেতা সহ সকল ষ্টেকহোল্ডরদের সাথে সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরা হয়।