রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ’র রংপুর প্রতিনিধি তাজিদুল ইসলাম লাল এবং মোছাঃ হোমায়রা বেগম’র দ্বিতীয় ছেলে মিফফাত রাইয়ান নিলয় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে রংপুর নগরীর সুবর্ণদহ শিক্ষা নিকেতনে প্রথম শ্রেণী থেকে ২০১৮ইং সালে নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এ- প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি’র আওতায় বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেছে।
এ ব্যাপারে কথা হয় সুবর্ণদহ শিক্ষা নিকেতন’র প্রধান শিক্ষিকা হোসনে আরা ছন্দা’র সাথে। তিনি জানান, মিফফাত রাইয়ান নিলয় আমাদের শিক্ষা নিকেতনের নিয়মিত শিক্ষার্থী। সে লেখাপাড়ায় খুবই মনযোগী। আমি তাঁর জন্য দোয়া করি, সে যেন ভালোভাবে শিক্ষা জীবন শেষ করে দেশের সেবা করতে পারে।
এ বিষয়ে নিলয় জানায়, আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার স্কুলের প্রধান শিক্ষিকা, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, আমার মা-বাবাসহ সকল পরিচিতদের। যাদের সহযোগিতায় আমি আজ বৃত্তি পেয়েছি। এ সময় সে দেশবাসীসহ সকলের দোয়া ও আশীর্বাদ কামানা করেন।
নর্থ বেঙ্গল সুত্রে জানা গেছে, ২০১৮ইং সালে রংপুর বিভাগ হতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ২৫ হাজার ৬শত ১জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্ট পুলে ২ হাজার ৪শত ৬২ জন ও সাধারণ গ্রেডে ৪ হাজার ৪শত ২৮ জন।