রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বৃহত্তর রংপুর-দিনাজপুর মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা, খেলাঘর ও শিখা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য, দৈনিক দাবানল পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল গত মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগ, ডায়বেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত থেকে চিকিৎসাধীন রয়েছেন।
গত মঙ্গলবার রাতে দৈনিক দাবানল কার্যালয়ে কর্তব্যরত অবস্থায় আকর্ষিক অসুস্থতা বেড়ে গেলে দ্রুত তাকে অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে রংপুরসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।