ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দূর্নীীত বিরোধী সভা ও শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার দুপুরে গফরগাঁও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে.এম. এহছান এডভোকেট।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আজিম উদ্দিন মাষ্টার, সদস্য গোলাম মাহমুদ ফারুকী, বারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান, সহকারী শিক্ষক এমদাদুল হক ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী তাসনীন জাহান প্রমূখ।
শেষে বারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও সততা সংঘের সদস্যদের দূর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে.এম. এহছান এডভোকেট।