জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম ফের গানে মনোযোগী হয়েছেন। দীর্ঘ বিরতির পর স্টেজ ও নতুন গান নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন এ গায়িকা। বর্তমানে স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি। সর্বশেষ পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বড় মাপের কনসার্টে অংশ নিয়েছেন। কনসার্টের পাশাপাশি নতুন গানের কাজও এখন করছেন নিজের স্টুডিওতে বসে। প্রথম অ্যালবাম দিয়েই শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছিলেন মিলা। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। চারটি সুপারহিট একক অ্যালবাম উপহার দিয়েছেন। সেই অ্যালবামগুলোর অনেক গানই পেয়েছে শ্রোতাপ্রিয়তা। ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থাতেই নতুন গান থেকে সরে দাঁড়ান মিলা। ব্যস্ত থাকেন স্টেজ নিয়ে। যদিও নতুন গান থেকে তার এই বিরতিটা ছিল রহস্যেঘেরা। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিলা জানিয়েছেন, কম্পোজিশনে সময় দেয়াসহ বিভিন্ন কারণে তিনি নতুন গান প্রকাশ করেননি। প্রায় সাত বছর পর মিলা ২০১৫ সালে প্রকাশ করেন নতুন গানের অডিও-ভিডিও। ‘নাচো’ শিরোনামের সেই গানের অডিও-ভিডিও সাড়া ফেলে। তবে এরপর আবারো আড়ালে চলে যান তিনি। পরবর্তীতে বৈমানিক সানজারিকে বিয়ে এবং তার কয়েকমাস পরই স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেন মিলা। এরপর নিজের অধিকার আদায়ের জন্য একাই লড়ে গেছেন এ গায়িকা। তবে সম্প্রতি ফের গানে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। তার এই ঘুরে দাঁড়ানোতে স্বস্তি প্রকাশ করেছেন শ্রোতা থেকে শুরু করে সংগীতাঙ্গনের মানুষেরাও। মিলা এ বিষয়ে বলেন, আমি শ্রোতাদের জন্যই আজকের মিলায় পরিণত হয়েছি। তাই তাদের প্রতি আমার একটা দ্বায়িত্ববোধও রয়েছে। সেটা পালন করতে চাই। এ কারণেই আসলে আমার নতুন করে ঘুরে দাঁড়ানো। আমার ওপর দিয়ে অনেক ঝড় গেলেও আমি ভেঙে পড়িনি। নিজেকে সামলে নিয়েছি। তাহলে এখন থেকে কি নিয়মিত মিলাকে পাওয়া যাবে? উত্তরে এ শিল্পী বলেন, আমি গত মাস থেকে প্রচুর স্টেজ শো করছি। সর্বশেষ পহেলা বৈশাখে করলাম। শ্রোতাদের ভালোবাসায় আমি বার বার গানে ফেরার শক্তি পাই। এখন থেকে নিয়মিত শো করব। পাশাপাশি স্টুডিওতে নতুন গানের কাজও করছি। এ বছরই হয়তো গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ পাবে। এ গানগুলো নিয়ে ভিন্ন পরিকল্পনা রয়েছে। আমার বিশ্বাস এগুলো প্রকাশ পেলে শ্রোতাদের ভালো লাগবে।