২০১৮ সালের নভেম্বরে ‘ললনা’ গান দিয়ে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তরুণ সঙ্গীতশিল্পী শেখ সাদী। ইউটিউবে এখন পর্যন্ত গানটি সাড়ে চার কোটিবারেরও বেশি দেখা হয়েছে। এবার ‘ললনা ২’ নিয়ে হাজির হলেন তরুণ এ শিল্পী। গানটির ভিডিওতে সাদীর সঙ্গে মডেল হয়েছেন নৃত্যশিল্পী হৃদি শেখ। বুধবার সিএমভি’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।
গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন ও সঙ্গীতায়োজন করেছেন আলভী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি শেখ সাদী নিউজেই এর সুর করেছেন। ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
গানটি প্রসঙ্গে শেখ সাদী বলেন, আমি বরাবরই চেষ্টা করি নিজের মতো করে গান করতে। গানের কথা ও সুরের প্রতি আমার নজর থাকে তীক্ষ্ণ। প্রথম গানটি প্রকাশের পর দারুণ সাড়া পেয়েছি। প্রায় ৫ মাস সময় নিয়ে আবারও নতুন গান করলাম। ভিডিওটাও হয়েছে অসাধারণ। আমার বিশ্বাস এবারের গানটি আরও জনপ্রিয়তা পাবে।