বিশ্বকাপ দলে থাকা আবাহনীর মোসাদ্দেক, মিঠুন, সাব্বির এবং সাইফউদ্দিন ব্যাটে রান পেয়েছেন। বল হাতে আবার মাশরাফি, মোসাদ্দেক এবং সৌম্য ভালো করেছেন। দলীয় এই পারফর্মে প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৪১ রানে হারিয়েছে আবাহনী। শুরুতে ব্যাট করে আবাহনী এ ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৩০৪ রান তোলে। আবাহনীর হয়ে কেউ বড় রান করতে পারেনি। তবে সবার ছোট ছোট রানে দলীয় সংগ্রহটা বড় হয় তাদের। দুই ওপেনারের ব্যর্থতার পর এ ম্যাচে তিনে ব্যাট করেন সাব্বির রহমান। তিনি টপে ফিরে খেলেন ৬৪ রানের ইনিংস। পরে নাজমুল শান্ত করেন ৩৯ রান। এরপর মোহাম্মদ মিঠুন ৫৬, মোসাদ্দেক ৫৪ এবং মোহাম্মদ সাইফউদ্দিন ৪১ রান করেন। জবাবে ব্যাট করতে নামা মোহামেডান ২০ রানে ৩ উইকেট হারায়। দারুণ ফর্মে থাকা রাকিবুল সেখান থেকে ৯৬ রান করেন। মোহাম্মদ আশরাফুল খেলেন ৬৮ রানের ইনিংস। তবে অন্যান্যের ব্যর্থতায় হারে মোহামেডান। মোসাদ্দেক এবং মাশরাফি তিনটি করে উইকেট নেন। সৌম্য নেন দুই উইকেট। দিনের অন্য ম্যাচে প্রাইম ব্যাংকে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। শুরুতে ব্যাট করে প্রাইম ব্যাংক ১৬৯ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করে ৭ উইকেট জেতে দোলেশ্বর। ফরহাদ রেজা ৪১ রানের পাশাপাশি ৪ উইকেট নেন। পয়েন্ট টেবিলে রাজত্ব করা লিজেন্ড অব রূপগঞ্জ ৪ উইকেটে হেরেছে শেখ জামালের কাছে। রূপগঞ্জ ১৭১ রানে অলআউট হয়।