নওগাঁর ধামইরহাটে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সাব-ইন্সপেক্টর আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোকলেছার আলম, অফির উদ্দিন, চকময়রাম সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী প্রমুখ। পরে উপজেলা শিল্পীকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক সংগীত গুরু এম.কে চৌধুরী জিন্নাহ পরিচালনায় মুজিবনগর ও জাতির পিতার স্মরনে মনোজ্ঞ সাংস্কৃদিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।